স্বগত লগ্নে জমাট স্তব্ধতা ঘুম পেলে ক্ষতি কি
তোমার চোখে গভীর বিশ্বাস হারালে ক্ষতি কি
কেবলই অভিমানের রাত তবে কেন প্রতীক্ষা
ক্ষয়া চোখে ভুলের বিন্নাস নিভু স্বপ্ন বাতিটা
আমাকে তুমি জাগিয়ে
একা কেন ঘুমালে
আমাকে এড়িয়ে
তোমার আকাশে
কবে ফুল ঝরেছে বলো
তোমার চারুগৃহ কেন যে খুলে যায়
দেয়ালে মাথা কোটে ধূসর আঁধার
দু\’চোখ অন্ধের উপড়ে ফেলো তুমি
মাতাল ভাড় হোক সঙ্গী তার
আমাকে তুমি জাগিয়ে
একা কেন ঘুমালে
আমাকে এড়িয়ে
তোমার আকাশে
কবে ফুল ঝরেছে বলো
————————–
ব্যান্ড – ব্ল্যাক
এ্যালবাম – আমার পৃথিবী
Sazib
Black er shobche josssssss gaaan.odbhut shundor -lyrik,voice,musik shobb
Fiza
odvut onuvutipurno shuur + meaningful lyric. tai Black-er ei gaan-tay shob miliye chomotkaar ekta combination ase…
Ashim
Really joss..