দিগন্ত জুড়ে নিলীমার মাঝে
পলাতক সময় করে পরিহাস
স্তব্ধ নিঃশ্বাস দুরে ঠেলে
আসি আমি ফিরে বারেবার
ছুঁয়ে যাই আবারও হারাই
একই আকাশের গোধূলী
অনন্ত পতন অনন্ত সময়
একই ভাঙ্গনের কথা একই পথ
আমারই জন্যে সহস্র সূর্য
দেবে একই আলো চিরকাল
ছুঁয়ে যাই আবারও হারাই
একই আকাশের গোধূলী
আমি বুঝি না কেন
একই মাটিতে কেন এত রক্তের রং খেলা
আমি জানি না কেন
একই মানুষের একই স্পর্শে কেন এত ছোঁয়া
আমি হারিয়ে যাই এ মায়াজালে
পরাধীনতার এ বাঁধনে
তবু যেতে চাই স্বপ্নের আলোয়
সকল আঁধার ভেঙ্গে আলো ছায়ায়
ছুঁয়ে যাই আবারও হারাই
একই আকাশের গোধূলী
——————-
ব্যান্ড – শিরোনামহীন
এ্যলবাম – স্বপ্নচূড়া – ২
সাজেদুর
শিরোনামহীনের বন্ধ জানালা গানের লিরিক চাই
julhas
shironamhiner rabindronath albam ar lyric chai