ক- বলে কথা কইতে মনে জাগে ভীতি
খ- বলে খোয়া গেছে লোকের আদর্শ-নীতি
গ- বলে গুরু মারা শিষ্য ঘরে-ঘরে
ঘ- বলে ঘুঘুর ফাঁদে পড়িয়া মানুষ মরে
ও কী বলবো কী বলবো ভাই।
ঙ- বলে ব্যাঙে গান গায় কোকিল নিরুদ্দেশ
চ- বলে ভাই চাপাবাজে ভইরা গেছে দেশ
ছ- বলে ভাই ছলনা আজ প্রেমের অপর নাম
জ- বলে ভাই জর্দার কৌটার বেড়ে গেছে দাম
ঝ- বলে ঝুঁটি বাঁধা ছেলেদের লম্বা চুল
ঞ- বলে মিঞা ভাইয়ে কানে পরে দুল
ও কী বলবো কী বলবো ভাই।
ট- বলে ভাই টাকার লেনদেন টেবিলের তলে
ঠ- বলে ঠোকাঠুকি চলছে এদল ওদলে
ড- বলে ডিগ্রি অচল মামুজান ছাড়া
ঢ- বলে ঢাকা মুখোশে অনেকের চেহারা
ণ- বলে বীণা ফেলে গীটার করো রেওয়াজ
ত- বলে ভাই তদ্বির ছাড়া হয় না কোনো কাজ
ও কী বলবো কী বলবো ভাই।
থ- বলে থমথমে ভাব সারাদেশে ভাই
দ- বলে দাঁত কামড়ে থাকো করার কিছু নাই
ধ- বলে ধাপ্পা দিয়ে কেউ করছে কামাই বেশ
ন- বলে নকলে নষ্ট শিক্ষার পরিবেশ
প- বলে পয়সা হলে মানুষ বন্ধু ভুলে যায়
ফ- বলে ফাঁকা মাঠে গোল সবাই দিতে চায়
ও কী বলবো কী বলবো ভাই।
ব- বলে ভাই বাবা-মা আজ ভীষণ অসহায়
ভ- বলে ভেজালে পড়ে করছে সব হায় হায়
ম- বলে ভাই মশায় সারারাত্রি শোনায় গান
য- বলে যানজটে পড়ে যায়রে বুঝি জান
র- বলে ভাই র্যাপ-রকের সমাদর ভীষণ
ল- বলে লালনের দেশে লাফায়রে জ্যাকসন
ও কী বলবো কী বলবো ভাই।
শ- বলে শিক্ষিত বেকার ঘুরছে পথে হায়
ষ- বলে ষড়যন্ত্রীরা আছে ডাইনে বায়
স- বলে সম্মান কি জ্ঞানী-গুণীজনে পান
হ- বলে হুজুগ আর গুজবে দিবেন না আর কান
ক্ষ- বলে ক্ষান্ত দাও কাউরে করো না বিরূপ
দেইখা-শুইনা বইসা থাকো সবার ভালো চুপ
আমি বলছি যা বলতে চাই।
———–
নকুল কুমার বিশ্বাস
এলবাম- চাচায় চা চায়
৩০ /০৩/৯৯
মিরপুর, ঢাকা
Leave a Reply