নিজে হইয়া কলির বান্দর
পরের মাইয়া খোঁজো সুন্দর
বন্ধু আগে নিজের অন্দর
সুন্দর করে লও
সীতার মত সাথী চাইলে রামের মতো হও।
তুমি চাও বউ তোমার ঘরে
আসুক রূপে আলো করে
নিজের চেহারাখানা আয়নায়
দ্যাখো আগে ভালো করে
তুমি হয়ে চরিত্রহীন অতি
বউটা চাও সাধ্বী সতী
প্রশ্ন করো নিজের প্রতি
তুমি কি অসৎ নও?
সীতার মত সাথী চাইলে রামের মতো হও।।
নিজে তুমি হলে ভালো
হোক না মেয়ে যতই কালো
জ্বালাবে জ্বালাবেই জেনো
তোমার আঁধার ঘরে আলো
কুসুমে কীটের বাসা
কয়লাতে হীরে ঠাসা
মাকাল যে সর্বনাশা
সুন্দর কারে কও?
সীতার মত সাথী চাইলে রামের মতো হও।
———–
নকুল কুমার বিশ্বাস
১৯/০৬/২০০০
মিরপুর, ঢাকা
সায়ন পণ্ডিত
গানটির লেখাগুলো আজ খুবই প্রাসঙ্গিক। লেখককে অনেক ধন্যবাদ বাস্তব জীবনের ছবি ফুটিয়ে তোলার জন্য