ওরে বেয়াক্কেল
সঙ্গে কি আর যাবেরে সাইকেল
তোর পড়ে থাকবে খাট-পালঙ্ক চৌধুরী টাইটেল।
যেদিন তোর দেহের ব্যাটারি হবেরে ফিউজ
সেদিন তুই ক্যামনে শুনবি বিবিসি\’র নিউজ
যাবি কেমন করে শ্মশানে পায়ে দিয়া বাটার স্যাণ্ডেল।
ওরে বেয়াক্কেল
সঙ্গে কি আর যাবেরে সাইকেল ।।
তুই ছিলি শিশু হলি যুবক ওরে ও চাঁদু
আর ক\’টা বছর গেলেই তুই হবিরে দাদু
ও তোর ব্যাক ব্রাশ চুল পড়ে হবে মাথাটা কটবেল।
ওরে বেয়াক্কেল
সঙ্গে কি আর যাবেরে সাইকেল ।।
ও তোর চুল ঝরিবে দাঁত পড়িবে তারপরে ঘোড়ায় চড়বি
গায়ের চামড়া হবে ঢিলা থাকবে না অতো চর্বি
আসছে এমারজেন্সি খবর নিয়ে যমের তুফান মেল।
ওরে বেয়াক্কেল
সঙ্গে কি আর যাবেরে সাইকেল ।।
নকুল কয় শোনো পাত্রীরা তোমাদের বলি আমি
মানুষের চেয়ে যার কাছে টিভি আর ক্যাসেট দামী
তোমরা তারে করো না কেউ জীবনের মক্কেল।।
———–
নকুল কুমার বিশ্বাস
১৫/১১/৯২
টুটপাড়া, খুলনা
Leave a Reply