বউ মরে গেলে দুইদিন কান্না
তিনদিন বন্ধ রান্না
স্বামী চারদিন ভালো করে খান্ না
পাঁচ ছ\’দিন শোকের ঢেউ
সাতদিনের পরে
আনে আবার ঘরে
নতুন একখান বউ
স্বামীকে বিশ্বাস করো না কেউ।
গলা ধরে বলে স্বামী
তুমি আমার-তোমার আমি
তুমি ছাড়া আমার কেহ নাইরে
স্বামী যায়রে যথা-তথা
কে জানে এই একই কথা
অন্য কাউরে বলে কিনা বাইরে
স্বামী কারো ঘরে গিয়া
করে কিনা পরকীয়া
জানে না জানে না বউ আদৌ ।
স্বামীকে বিশ্বাস করো না কেউ।।
স্বামীর যদি হয়রে মরণ
কাটায়রে বৈধব্য জীবন
কতো নারী স্বামীর স্মৃতি নিয়া
চেয়ে দেখ চারদিকে
বিপত্মীক কোনো স্বামীকে
পাবে না তো বাটি চালান দিয়া
দেখ এক পা কবরে দিয়া
বুড়োটাও করে বিয়া
চোখে মুখে কামনার ঢেউ।
স্বামীকে বিশ্বাস করো না কেউ।।
———–
নকুল কুমার বিশ্বাস
২৩/০৮/৯৯
মিরপুর, ঢাকা
Leave a Reply