যেথায় জ্ঞানের দ্বার রুদ্ধ
ও যা বিবেক বিরুদ্ধ
তা মানতে করলি বাধ্য
আমায় মানতে করলি বাধ্য
হায়রে মূর্খ তোদের বোঝায় কার বাবার সাধ্য।
জ্ঞান বিবেক থাকিতেও তোদের কাটলো না মনের তমঃ
ব্রাহ্মণে যেখান কয় সেখানে কইস্ নমঃ নমঃ
বুঝলি না কে প্রিয়তম
আসল অরাধ্য।
হায়রে মূর্খ তোদের বোঝায় কার বাবার সাধ্য।।
বেঁচে থাকতে মা-বাবারে করলি না ভরণ-পোষণ
মরার পরে কী লাভ হয় করিয়া এই কৃচ্ছ সাধন
আত্মার কী শান্তি দেয় ওই কুশাসন
হবিষ্য খাদ্য।
হায়রে মূর্খ তোদের বোঝায় কার বাবার সাধ্য।।
মানুষ গড়ছে সমাজ লক্ষ্য মানব কল্যাণের
যে সমাজের আচার বিচার ক্ষতি করে মানুষের
নকুল কয় এমন সমাজের
করতে চাই শ্রাদ্ধ।।
—————
নকুল কুমার বিশ্বাস
রচনা- ০৪।০১।৯৩
আনন্দনগর, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ
Leave a Reply