http://www.youtube.com/watch?v=qiF-P-ec1Fc
আমি তোমার হাতের ঘুড়ি হব খোলা আকাশে
ইচ্ছে মতন উড়াও আমায় বাউড়ি বাতাসে বন্ধু।।
যত দূর যাওনা কেন, নাটাই তোমার সাথে
ইচ্ছে হলেই টানবে সুতো আসবো তোমার হাতে
আমি তোমার মনের খুশি হয়ে থাকবো তোমার পাশে
ইচ্ছে মতন উড়াও আমায় বাউড়ি বাতাসে।।
তোমার মনের সব মাধুরী মিশিয়ে যেন
মনের মানুষ করে আমায় তোমার কাছে টান বান্ধব
আমি তোমার হয়ে থাকি যেন জীবনের বারো মাসে
ইচ্ছে মতন উড়াও আমায় বাউড়ি বাতাসে।।
————-
লায়লা
মুননা
খুব ভআলও