খুলনা আমার শ্বশুর বাড়ি বলতে লজ্জা নাই
তোমরা আমার শালা-শালী আমি দুলাভাই।
জন্ম-মৃত্যু-বিয়া নাকি বিধাতারের দিয়া
তাই যশোর জেলায় মাইয়া দেখলাম খুলনায় হইছে বিয়া
সাত-সমুদ্র পাড়ি দিয়া রূপসায় নাও ডুবাই।
তোমরা আমার শালা-শালী আমি দুলাভাই।।
খুলনার মেয়ে রাঁধে ভালো বাঁধে ভালো চুল
খুলনায় রবি ঠাকুর বিয়ে করতে করেননি তাই ভুল
বিশ্বকবি আমার ভায়রা খুলনারই জামাই।
তোমরা আমার শালা-শালী আমি দুলাভাই।
খুলনা জেলা সবুজ মেলা বন-বনানী ঘেরা
শিবসা-রূপসা পারের মেয়েরা রূপসী সেরা
তাই খুলনা জেলায় আরও একটা বিয়ে করতে চাই।
তোমরা আমার শালা-শালী আমি দুলাভাই।।
——————–
নকুল কুমার বিশ্বাস
অ্যালবাম: মাইন্ড কইরেন না
রচনা- ২২.০৪.২০০০
গোলাম রব্বানী
খুব সুন্দর হইসে