মাথায় টিকলি গলায় মালা
মাজায় বিছা হাতে বালা
আমি বুঝি না ক্যান যায় না তবু গয়না পরার আশা
কেন ভালো নাকটা ছিদ্র কইরা পরেছো নাকঠাসা
দিদি পরেছো নাকঠাসা।
আগে পুরুষকে বানাইয়া স্রষ্টা হাত পাকাইয়া
নারীকে করেছেন সৃষ্টি সকল যাদু দিয়া
ওই মন ভোলানো-চোখ জুড়ানো কোমল তনু খাসা।
তবু কেন ভালো নাকটা ছিদ্র কইরা পরেছো নাকঠাসা
দিদি পরেছো নাকঠাসা।।
সরস্বতী-লক্ষ্মী-কালী-মাতা দশভূজা
দেবীর নামে ঘরে ঘরে হচ্ছে নারীপূজা
দেখ কৃষ্ণের আগে রাধা নামটি পুরাণেরও ভাষা।
তবু কেন ভালো কানটা ছিদ্র কইরা পরেছো কানপাশা
দিদি পরেছো কানপাশা।।
ছিদ্র করা হইতো যদি বিধির বিধান
গর্ভে থাকতেই ফুটাইয়া দিতো নাক আর কান
তবে কেন স্রষ্টার নিখুঁত সৃষ্টি নিয়া করো রঙ-তামাশা।
ভালো নাকটা ছিদ্র কইরা পরেছো নাকঠাসা
দিদি পরেছো নাকঠাসা।।
নকুল বলে ভবে এসে হায় অবলা নারী
সংগ্রহ করেছো তুচ্ছ আলতা-পাউডার-শাড়ি
এসব থাকবে পড়ে বাঁধবে যখন শ্মশান ঘাটে বাসা।
থাকবে পড়ে বাঁধবে যখন কবরখানায় বাসা।।
———————
নকুল কুমার বিশ্বাস
অ্যালবাম: ভালো হইতে পয়সা লাগে না
রচনা- ০৯.০৩.৯৩
Leave a Reply