চামচা বলে- আমার নেতার বড়োই উদার মন
জনতা কয়- উদার হয় সে এলে নির্বাচন
এটা ভোটের কারণ।
চামচা বলে- আমার নেতা বড়ই বিদ্বান
জনতা কয়- দেখি নাই তো সার্টিফিকেট খান
ক্যামনে করি প্রমাণ।
চামচা বলে- আমার নেতার চরিত্র নির্মল
জনতা কয়- ঘন ঘন ব্যাংক্ক যায় ক্যান বল্
কারণটা কী আসল।
চামচা বলে- আমার নেতার সততা কি কম
জনতা কয়- কোথায় যায় রে বস্তা বস্তা গম
বললে পাবি শরম।
চামচা বলে- স্মৃতিশক্তি অতি প্রখর তার
জনতা কয়- ভোটের পরে চেনে না ভোটার
প্যাঁচাল পাড়িস্ বেকার।
চামচা বলে- আমার নেতা গেরাম ভালোবাসে
জনতা কয়- পাঁচবছরে একবারই তো আসে
তাও ভোটের মাসে।
চামচা বলে- নেতার দুয়ার খোলা সবার তরে
জনতা কয়- বোঝা যায় তা ইলেকশনের পরে
তালা ঝোলে ঘরে।
চামচা বলে- আমার নেতা খায় না মোটেই ঘুষ
জনতা কয়- চাকরির জন্য গেলেই হবে হুঁশ
ক্যামন ভালো মানুষ।
চামচা বলে- আমার নেতার লক্ষ্য উন্নয়ন
জনতা কয়- কাজের বেলা ঠন্ ঠনা ঠন্ ঠন্
হয় না বাস্তবায়ন।
চামচা বলে- আমার নেতার বংশটা খানদান
জনতা কয়- তার বাপ-দাদার বেচতো বিড়ি-পান
দিতে পারি প্রমাণ।
চামচা বলে- আমার নেতার স্বভাব চমৎকার
জনতা কয়- ছাগল চুরি করছিলো একবার
যখন ছিলো বেকার।
চামচা বলে- নেতার ভাষণে শোনে লক্ষ শ্রোতা
জনতা কয়- মাল দিলে না শুনে যাবে কোথা
নাকি মিছা কথা?
চামচা বলে- আমার নেতা খুব নীতিবান ভাই
জনতা কয়- ঘন ঘন দল চেঞ্জ করে তাই
তারতো নীতিই নাই।
চামচা বলে- আমার নেতা দেয় কতো প্রতিশ্রুতি
জনতা কয়- বাস্তবায়ন দেখবে নাতি-পুতি
ছাড়ো নেতার স্তুতি।
চামচা বলে- আমার নেতা ভালোবাসে দেশ
জনতা কয়- বারোমাস পড়ে থাকে বিদেশ
স্বদেশ প্রীতি অশেষ।
চামচা বলে- নেতা বাংলা ভাষার জন্য লড়ে
জনতা কয়- ছেলে ইংশিশ মিডিয়ামে পড়ে
বেনসন আছে ঘরে।
চামচা বলে- আমার নেতার মুখে ধর্মের বোল
জনতা কয়- সব ভুলে যায় পেলে নারীর কোল
সঙ্গে থাকলে বোতল।
চামচা বলে- আমার নেতা বন্ধু গরিবের
জনতা কয়- জমি দখল করে কৃষকের
করছে মার্কেট আর ঘের।
চামচা বলে- তর্কে আমি গেলাম ভাইরে হেরে
জনতা কয়- ওই নেতাদের দেবো না আর ছেড়ে
গদি নেবো কেড়ে।
চামচা বলে- দেশ গড়িতে ভালো নেতা চাই
জনতা কয়- জনতা কয় সৎ নেতার কোনো বিকল্প নাই
নাকি ভুল কইছি ভাই।
সৎ এবং যোগ্য নেতা খুঁজে নিতে হবে
এমন নেতা পেলেই ভাইরে শান্তি আসবে তবে
সেদিন আসবে কবে?
————————-
নকুল কুমার বিশ্বাস
অ্যালবাম: পোলাডা কান্দে
রচনা: ২০.০৫.২০০৩
জনতা কয়-
Leave a Reply