খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না
রূপ নাই তার সাজোন বেশি, রূপের মাইয়া সাজে না।
দেখ কতো বিজ্ঞাপনে
বাহারি সব নাচে-গানে
বলছে সেরা গুণে-মানে
এই পণ্যের নাই তুলনা
গুঁড়ো দুধে ক্ষুদে জগ
ওয়ান নিলে পাবে থ্রি
বাকি তিনটাই ফ্রি
নিজের ঢাক নিজে পেটালেও আসল ছাড়া চলে না
আবার যার দোকানে খাঁটি জিনিস
দরজা খোলার সাথেই ফিনিশ্
বিক্রি করতে পদ্মার ইলিশ
বিজ্ঞাপন তো লাগে না।
খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না।।
দেখ কতো মৌসুমী নেতা
লক্ষ্য যাদের ভোটে জেতা
গলাবাজি যেথা-সেথা
প্রতিশ্রুতি দেয় ম্যালা
বলে রাস্তাটা পাকা করে দেবো
চাল-গম-ধান দেবো
ভোটের পরে এই নেতাদের খুঁইজা তুমি পাইবা না
আবার শোনো ভালো নেতার গল্প
কাজ বেশি তাঁর কথা অল্প
এমন নেতার নাই বিকল্প
জনগনে ভোলে না।
খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না।।
দেখ কতো পার্কের গাছের তলায়
ভালোবাসার ঝড় বয়ে যায়
মুখ ব্যথা হয়ে হাজার কথায়
তবু কথা ফুরায় না
বলে ভালোবাসি ভালোবাসি
হয় যদি হোক ফাঁসি
মাথা রেখে ওই বুকে
ডরাবো না মৃত্যুকে
আবার টায়ার ফাটার শব্দ শুনে পালায় নিজের জান নিয়া
দেখ চণ্ডীদাস আর রজকিনী
তারা প্রেমের শিরোমণি
বুকে ভালোবাসার খনি
মুখে কথা ছিল না।।
————————
নকুল কুমার বিশ্বাস
অ্যালবাম: বিশ্বসুন্দরী
রচনা: ২৮.০৭.২০০১
Leave a Reply