তিলক-মালা-টিকি ধরে যায় না পাওয়া শ্যাম-কানাই
শুধু আসন করলেই হয়না সাধন কর টিপলেই হয় না গোঁসাই।
শতো শতো শাস্ত্র জেনে গেরুয়া বস্ত্র পরে
কৃষ্ণ পাওয়া যান না কভু সংসার ত্যাগী ভেখ্ ধরে
কাশীতে শিব যায় না পাওয়া
লাভ হয় শুধু আসা-যাওয়া
মন্দিরে গোবিন্দ যাওয়া
সার বটে কাঁদাকাটাই।।
যদি বিকেক-বুদ্ধির মৃত্যু ঘটে পড়িয়া রিপুর পাল্লায়
স্বভাবের দোষ না গেলে তোর কি করবে তিলক-মালায়
মনটা যদি হয়রে কয়লা
পোষাকে কাটে না ময়লা
লোক দেখানো হাতের বয়লা
এর কোন গুরুত্ব নাই।।
পরমাত্মার সঙ্গে যে জন করেছে বেচা-কেনা
যার লেগেছে সেই প্রেমের দাগ নয়ন দেখলে যায় চেনা
যে পেয়েছে কৃষ্ণ কালা
লাগে না তার তিলক-মালা
তার দূর হয়েছে ভব জ্বালা
জন্ম-মৃত্যুর নাই বালাই।।
গোঁসাই মানিক বলে ওরে নকুল শাস্ত্র তুই পড়িস্ না আর
যাস্নে কভু বৃন্দাবনে গয়া-কাশী-হরিদ্বার
তোর ঘরের মধ্যে আছে রতন
করিয়া তা দেখিস্ যতন
তোর দেহ হবে শ্রীবৃন্দাবন
লভিয়া শ্রীকৃষ্ণ রাই।।
————————
নকুল কুমার বিশ্বাস
অ্যালবাম: নকুল কুমার বিশ্বাস V-2
রচনা- ২৬.১০.৮৬
মিরপুর, ঢাকা।
Leave a Reply