http://www.youtube.com/watch?v=yBQRZ3oJDu4
পাখি লগা মনে
কিয় বারে বারে
তোরে কাষলে গুচি যায়
তোরে কথা ভাবি
উকা উরুঙা লাগে
একে থিরে ক’রবালে চাই
নপরেনে মনতে
তাহানিরে কথাবোর
ধূলি-মাকতিরে খেলা
লুকা-চুরি, রজা-দৌল
এইটোনো কার দৌল
রজার দৌল
ভাঙিমনে নাভাঙিম
নাভাঙিবা…
হারিলেই যে পেছ্ ধরা
জিকিলেই যে কিরিলি পরা
ঢাপলি মেলি ফুরা
উজুটিত চকুলো সরা
পলক জপাওঁতেই
সকলো সলনি
সময় পারে হৈ
সকলো পূরণি
বিছারিলেও নোপোবা
দূরে দূরে থাকিব
কাহানিবা লাগিব
তোকে এরি জাননে
নোবারো যে ভাবিব
রজাই হুকুম দিছে
এদিন ছেদিম বাঈ
কি হুকুম দিছে
এদিন ছেদিম বাঈ…
রজা রাণী খেলোতে
হাতে হাত ধরোতে
ভবা যে নাছিলো জান
এরিবই নোবারিমে
ধেমালীতে খেলা
রজা-রাণী হোবা,
মচিব সঁচাকে,
কাহানিও নোবারা,
তয়ো ভাবনে এতিয়া…
পাখি লগা মনে
কিয় বারে বারে
তোরে কাষলে গুচি যায়…
তোরে কথা ভাবি
উকা উরুঙা লাগে
একেথিরে ক’রবালে চাই…
——————–
জুবিন গাৰ্গ
সোহাগ
ভাই এটা কোন জায়গার গান??
Bangla Library
আসামের।