দীনের নবী হযরত মোহাম্মদ আমি কেমনে যাই তোমার পথে ভাবনা অবিরল দেখি শান্তির ধর্ম ইসলামেও আছে জাতি ভেদের জাঁতাকল কেমনে যাই তোমার পথে ভাবনা অবিরল। খারিজী-ইমামী-সুফী-ফাতিমী-বাহাই ওয়াহাবী-ইসমাইলী-দ্রুজ ভেদের অন্ত নাই দেখি ভাইয়ে ভাইয়ে মুসলিম বিশ্বে চলিছে লড়াই গোলাগুলি অনর্গল। কেমনে যাই তোমার পথে ভাবনা অবিরল।। দেখি শিয়া নামাজ পড়ে ভিন্ন মসজিদে গিয়া সুন্নীর মসজিদে স্থান পায় না আহম্মদীয়া এই মুসলমান সমাজেও দেখি ধর্মভেদ নিয়া নিত্য তিক্ত কোলাহল। কেমনে যাই তোমার পথে ভাবনা অবিরল।। দেখি \'কুল্লু মুসলিম এখোয়াতুন\' হাদিসের পাতায় মুসলমান একে অন্যের ভাই আল্লাহর দুনিয়ায় তবে খোদার ঘর আরবের ওই পবিত্র কাবায় কেন বইলো হাজীর রক্তের ঢল। কেমনে যাই তোমার পথে ভাবনা অবিরল।। তাই নকুল বলে ধর্মের মর্ম না বুঝে শেষে সারাজীবন রইলাম আমি নাস্তিকের বেশে অস্থির-অশান্ত-উগ্র এই দুনিয়ায় এসে সম্বল হলো চোখের জল।।
——————————-
নকুল কুমার বিশ্বাস
অ্যালবাম: কোলকাতায় নকুল বিশ্বাস
রচনা- ০৭.০১.৮৮
মিরপুর, ঢাকা।
Leave a Reply