তুমি আল্লা নাকি গড-ভগবান কী নামে করি আহ্বান কী সুরে তোমার গুণ গাই দয়া করে বলো একবার জগৎ সাঁই আমি আসল নকল ঠিক পাইলাম না, শুনি যে যা বলে তাই। গীতার পাতায় দেখি তোমার নামটি ভগবান আবার আসল নামটি আল্লামালেক বলেছে কোরআন আবার গড ভিন্ন সবই ভ্রান্ত বাইবেল দিলো এই সিদ্ধান্ত আমি কেমনে হে বিশ্বকান্ত তোমার কাছে যাই। দয়া করে বলো একবার জগৎ সাঁই।। রাধা-কৃষ্ণ বাধা হলো ভজিতে বিশ্বনবী আমি আঁকিলাম না দিলের খাতায় প্রভু যীশুর ছবি তুমি হও নাকি সেই ঈসার পিতা নাকি মোহাম্মদের মিতা আমি পূজিবো কী শ্রীরাম-সীতা নাকি বৌদ্ধ-ছলঙ্গতাই*। দয়া করে বলো একবার জগৎ সাঁই।। মন্দিরে মন ধীর হলো না, মসজিদে নাই যে মতি গীর্জায় যাওয়া হয়নি আমার কী হবে যে শেষের গতি আমি কাশীতে কী মক্কায় যাবো গয়াতে কি তোমায় পাবো প্রণাম কী সেজদা জানাবো তোমার কাছে জানতে চাই। দয়া করে বলো একবার জগৎ সাঁই।। আমি তুচ্ছ করলাম ত্রিপিটক আর অমান্য করলাম কোরআন আমি শুনি নাই বাইবেলের বাণী, মানি নাই বেদের বিধান আমি মোহাম্মদকে যদি মানি শ্রীকৃষ্ণ হয় আপমানী বুদ্ধদেবের শুদ্ধ বাণী কারে দেই হৃদয়ে ঠাঁই। দয়া করে বলো একবার জগৎ সাঁই।। ইসলাম বলে আল্লাহ্র নামে দুম্বা-উট দাও কোরবানী আবার জীব হত্যায় মহাপাপ হয় শুনেছি বুদ্ধের বাণী বেদের পাতায় যাহা আরাম কোরআনে বলেছো হারাম দ্বন্দ্বে ভুগে অন্ধ হলাম নকুলের বেদনা তাই। দয়া করে বলো একবার জগৎ সাঁই।।
—————————-
নকুল কুমার বিশ্বাস
অ্যালবাম: নকুল কুমার বিশ্বাস V-1
রচনা- ১৫.০৭.৮৬ – ২৫.০৭.৮৬
*ছলঙ্গতাই – একটি উপজাতির দেবতা।
Asit Maity
কবিতা টি সবাইকে ভাবিয়ে তুলবে " কার কাছে যাই আমি " ভীষণ সুন্দর ।.