যদি কখনো রোদ হাসে তোমার আকাশে
যদি কখনো বৃষ্টি ভেজায় তোমার চুল…
রাতের তারাগুলো যদি জ্বলে থাকে
ভুলে যেওনা আমার স্মৃতি
ছেড়ে যেওনা আমায় একা ফেলে।
যদি কখনো রোদ হাসে তোমার আকাশে
যদি কখনো বৃষ্টি ভেজায় তোমার চুল…
আমার ধূসর স্বপ্নে রঙের ছটা
আধার আঁকে আলোর অভাব…
যখন তোমার অনূভব আমার মাঝে
সাগরের কূলে মিশে যাবো একসাথে।
ভুলে যেওনা আমার স্মৃতি
ছেড়ে যেওনা আমায় একা ফেলে।
স্বপ্নবিভোর তুমি যখন থাকো
জানালার পাশে বসে…
চাঁদ ঐ ঈর্ষে করে তোমায় দেখে
জোছনার রাতে পাড়ি দেবো আনন্দে।
ভুলে যেওনা আমার স্মৃতি
ছেড়ে যেওনা আমায় একা ফেলে।
যদি কখনো রোদ হাসে তোমার আকাশে
যদি কখনো বৃষ্টি ভেজায় তোমার চুল…
যদি ভুলে যাও যদি ভুলে যাও যদি
যদি ভুলে যাও যদি ভুলে যাও যদি…
————-
(রেডিও একটিভ)
Leave a Reply