আজি দীন নয়ন সজল করুণ, কেন রে পরাণ কাঁদে-
লুটাইয়া অবসাদে?
সোনার স্বপন ভাঙ্গিল নিয়তি নিঠুর চরণাঘাতে!
মরমের কোণে লুকাইল আশ,
কোরকে ঝরিল কুসুম সুবাস,
তপ্তবেদনা বহিয়া, বাতাস
মুরছি পড়ে বিষাদে!
অন্ধ তিমির উজলি কিরণে,
আনি জাগরণ সুপ্ত নয়নে,
উদলি অরুণ পূর্ব-গগনে,
ডুবে গেল পরভাতে!
দেখরে জ্ঞান-সাগর যাত্রী,
উষার তোদের আসিল রাত্রি;
কে আর অকূলে লয়ে যাবে তরী-
কে আর যাইবে সাথে?
পূর্ববর্তী:
« আজি এ শারদ সাঁঝে
« আজি এ শারদ সাঁঝে
পরবর্তী:
আজো কাঁদে কাননে কোয়েলিয়া »
আজো কাঁদে কাননে কোয়েলিয়া »
Kazee Shoel
তুমি দুঃখ পেলে আমি সুখী হব.
তুমি দুঃখ পেলে আমি সুখী হব.
সে কথা ভাবলে কি করে.
রাত জেগে জেগে বসে থাকি একা.
দুটি চোখে জল শুধু ঝরে.
সে কথা ভাবলে কি করে.
আজ দুজনার দুটি পথে গেছে বেঁকে.
কি হবে বলো আর দাঁড়িয়ে থেকে.
কেন আর ছবি আঁকা.
চুপি চুপি মনের গভীরে.
সে কথা ভাবলে কি করে.
স্বপনের মণিমালা সব দিয়েছি.
দুঃখ যা ছিল সবই নিয়ে নিয়েছি.
আজো তাই বসে আছি.
হারানো খেলা ঘরে.
সে কথা ভাবলে কি করে.
কাজী সোহেল
ভালোবাসা জানতাম না আমি
ভালোবাসা জানতাম না আমি
শিখাইলা তুমি
কোনবা দোষে প্রাণবন্ধু
আমায় গেলা ছাড়ি
কাজী সোহেল
সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়
যত আড়াল রাখো, আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়
তোমার দরজার ওপাশে একজন
ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়
আশা দুরাশায় দুলছে কেনো মন
সুখের চাদরে জড়ানো প্রিয়জন
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়
সোহেল কাজী ভৈরব হতে