আর কি ভাবিস্ মাঝি বসে
এই বাতাসে পাল তুলে দিয়ে
হাল ধরে থাক্ কসে।
এই হাওয়া পড়ে গেলে,
স্রোতে যে ভাই নেবে ঠেলে,
কুল পাবি নে, ভেসে যাবি,
মরবি যে মনের আপসোসে।
মিছে বকিস আনাড়ি,
এই বেলা ধরে রে পাড়ি;
পাঁচ পীর বদর বলে,
পুরো মনের খোশে।
এমন বাতাস আর রবে না,
পারে যাওয়া আর হবে না,
মরণ সিন্ধু মাঝে গিয়ে,
পড়বি নিজ কর্মদোষে।
পূর্ববর্তী:
« আর কি ভরসা আছে
« আর কি ভরসা আছে
পরবর্তী:
আর, কতদুরে আছ, প্রভু »
আর, কতদুরে আছ, প্রভু »
Leave a Reply