আর কি আমাকে দিতে পারে সে মনোবেদনা?
সখিরে, ভালবাসিতে, আসিতে, আর সেধ না।
নিশীথে মাধবী বনে, দেখা হল সখা সনে,
অমনি প্রাণে সে রহিয়া গেল, বিরহ আরহল না।
দিয়ো না তাহারে বাধা, এস বলে কেন সাধা?
আমার চির-মিলনের দেশে নাহি বিরহ যাতনা;
আখি মুদি হিয়া মাঝে সে মধু মাধুরী রাজে,
মানসে চরণ পূজি, পরশে নাহি বাসনা।
পূর্ববর্তী:
« আর কতদিন ভবে থাকিব মা
« আর কতদিন ভবে থাকিব মা
পরবর্তী:
আর কি ভরসা আছে »
আর কি ভরসা আছে »
Leave a Reply