কে দেখবি ছুটে আয়,
আজ গিরিভবন আনন্দের তরঙ্গে ভেসে যায়!
ঐ মা এল, মা এল বলে
কেমন ব্যগ্র কোলাহলে,
উঠি পড়ি করে সবাই আগে দেখতে চায়।
নিষ্কলঙ্ক চাঁদের মেলা
শ্রীপদ নখে কচ্ছে খেলা,
একবার ঐ চরণে নয়ন দিয়ে, সাধ্য কার ফিরায়?
কি উন্মূক্ত শোভার সদন,
ফুল্ল অমল কমল বদন,
সিদ্ধি, শৌর্য্য, সোনার ছেলে অভয়-কোলে ভায়
কান্ত কয়, ভাই নগরবাসী!
তোদের সপ্তমীতে পৌর্ণবাসী,
দশমীতে অমাবস্যা, তোদের পঞ্জিকায়।
পূর্ববর্তী:
« কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়া
« কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়া
পরবর্তী:
কে রে হৃদয়ে জাগে শান »
কে রে হৃদয়ে জাগে শান »
Leave a Reply