কবে চির-মধু-মাধুরী মন্ডিত মুখ তব
বাজিবে মলিন মরম তলে।
পাতকী পুলকে শিহরি হেরিবে;
মুগ্ধ মানসে, নেত্র জলে।
সঞ্চিত কত শত দুষকৃতি-বেদনা
সহিবে নীরবে তোমারি দান;
সকল হরষ, আশা,
সকল ভাবনা, ভাষা,
সফল হইবে, হরি, করুণা বলে।
পূর্ববর্তী:
« কবে অবশ এ হৃদয় জাগিবে
« কবে অবশ এ হৃদয় জাগিবে
পরবর্তী:
কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব »
কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব »
Leave a Reply