শুনাও তোমার অমৃত বাণী,
অধমে ডাকি, চরণে আনি।
সতত নিষ্ফল শত কোলাহলে,
ক্লিষ্ট শ্রুতি যুগ কত হলাহলে
শুনাও হে-
শুনাও শীতল মনোরসায়ন
প্রেম-সুমধুর মন্ত্রখানি।
হউক সে ধ্বনি দিক প্রসারিত
মিশ্র কলরব ছাপিয়া,
উঠুক সে ধবনি শিহরি’ পুলকে
কাঁপিয়া, সুখে কাঁপিয়া,
বিতরি’এ ভবে শুভ বরাভয় ;
রুগ্মে করি’;হরি চির নিরাময়,
শুনাও হে-
শুনাও দুর্বল চিত্ত, হে হরি!
তোমারি শ্রীপদ নিকটে টানি।।
পূর্ববর্তী:
« শুন শুন শুনলো প্রাণ কেন তুমি হও কাতর
« শুন শুন শুনলো প্রাণ কেন তুমি হও কাতর
পরবর্তী:
শূণ্য এ বুকে পাখি মোর আয় »
শূণ্য এ বুকে পাখি মোর আয় »
Subhas Das
রজনীকান্তে গানে
সুমধুর মন্ত্রখানি হবে? নাকি যন্ত্রখানি হবে?
এটা আমার প্রশ্ন।
Arhon Jana
মন্ত্রখানি-ই হবে৷ যেমনটি রজনীর গীতিগ্রন্থ হতে জানা যায়…