নয়ন-মনোহারি কে;
গহন বনচারি কে;
নব বকুল মাল উরে, প্রেম অভিসারি কে!
নূপুর পদ চঞ্চলে,
চপলা খেলে অঞ্চলে,
হরি-মিলন এস- হৃদি প্যারী অনুকারি কে!
কুমকুম সুগিন্ধ তবু চর্চিত সুচন্দনে;
মালতী সুগন্ধ লুটে পীন কুচ-বন্ধুনে;
দলিত পদে বল্লবী;
চ্যূত কুসুম মঞ্জরী,
মধুর মৃদু গীতি চির-মুক শুক শারী কে।
পূর্ববর্তী:
« ন্যাংটো ছেলে আকাশে হাত বাড়ায়
« ন্যাংটো ছেলে আকাশে হাত বাড়ায়
পরবর্তী:
নয়নের বারি নয়নে রেখেছি »
নয়নের বারি নয়নে রেখেছি »
Leave a Reply