সেকি তোমার মত, আমার মত, রামার মত, শ্যামার মত,
ডাকলা, কুলো-ধামার মত, যে, পথে ঘাটে দেখতে পাবে?
সে কি কলা-মূলো কুমড়ো কাঁকুড়, বেগুন, শশা, বেলের মত?
পেয়ারা, আতা, তাল কি কাঁঠাল, আম-জাম নারিকেলের মত?
সেকিরে মন মুড়কি মুড়ি, মন্ডা, জিলিপি, কচুরি,
যে তাম্রখন্ডে খরিদ হয়ে উদরস্থ হয়ে যাবে?
সে তো হাট-বাজারে বিকায় নারে, থাকে নাতো গাছে ফলে,
দিল্লী-লাহোর নয়, যে রাস্তা করিম চাচা দেবে বলে।
মামলাতে চলে না দাওয়া, ওয়ারিস সূত্রে যায় না পাওয়া,
সে যে নয় মলয় হাওয়া, যে বাহার দিয়ে বেড়িয়ে যাবে।
সে যে যোগী ঋষির সাধনের ধন, ভক্তি মূলে বিকিয়ে থাকে,
সে পায় সর্ব্বং সমপিংত মস্ত বলে যে জন ডাকে।
মন নিয়ে আয় কুড়িয়ে মনে, ব্যাকুল হ তার অন্বেষণে,
প্রেম নয়নে সঙ্গোপনে, দেখবে, যেমন দেখতে চাবে।।
পূর্ববর্তী:
« সেই চন্দ্র সেই তপন
« সেই চন্দ্র সেই তপন
পরবর্তী:
সেথা, আমি কি গাহিব গান »
সেথা, আমি কি গাহিব গান »
Leave a Reply