মাগো এ পাতকী ডুবে যদি যায়
অন্ধকার চির মরণ সিন্ধুনীরে,
তোমারি মহিমা কিছু বাড়িবে না তায়।
কত জ্ঞান, বুদ্ধি, বল, স্নেহ-করুনা, দেহ,
স্বাস্থ্য, সাধুজন সঙ্গ, বন্ধু দেহ,
নিঙ্কলঙ্গ মন, মধুময় পরিজন,
পুন্য চরণ ধূলি দিয়েছ আমায়।।
মম সুপ্ত হৃদয়, করি নয়ন নিমীলন,
না করিল তব করুনা অনুশীলন।
মোহ ঘিরিল মোরে রহি’ চির ঘুম ঘোরে,
ব্যর্থ জীবন গেল ফুরাইয়ে হায়!
এসো দীন দয়াময়ী! রক্ষ রক্ষ, লহ
কোলে, ভীত, হেরি নরক ভয়াবহ।
দৃষ্কত এ পতিতে, হবে গো স্থান দিতে-
অশরনের শরণ, শ্রীচরণ ছায়।।
পূর্ববর্তী:
« মা জননী
« মা জননী
পরবর্তী:
মাগো, আমার সকলি ভ্রান্তি »
মাগো, আমার সকলি ভ্রান্তি »
Leave a Reply