স্বস্তি! স্বাগত! সুখী, অভ্যাগত, জ্ঞান পরব্রত,
পুন্য বিলোকন;
বিদ্যা দেবী পদযুগ সেবী, লোকনিরঞ্জন,
মোহ বিমোচন।।
লহ সব শাস্ত্র বিশারদ বর্গ,
দীন কুটিরে প্রীতির অর্ঘ;
দেব প্রভাময় অতিধি সমাগমে, জীর্ণ উটজ, মরি,
আজি কি শোভন!
হে শুভ দরশন, ভারত আমা!
মুগ্ধ প্রাণে নাহিক ভাষা;
ধন্য, কৃতার্থ, প্রসন্ন বিমোহিত, দীন হৃদয় লহ,
হৃদয় বিরোচন!
পূর্ববর্তী:
« স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি
« স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি
পরবর্তী:
হদয়ের ঝড়ে আকাশ পাতাল কত ডাকাডাকি »
হদয়ের ঝড়ে আকাশ পাতাল কত ডাকাডাকি »
Leave a Reply