দেখে শুনে আনলি রে কড়ি, সব কড়িগুলো হল রে কাণা,
ভাল বলে কিনলি রে দুধ, উননে তুলতে হল রে ছানা।।
বুনেছিলি ভাল ভাল ফুল
বেলী, যুথি, গোলাপ, বকুল,
মরে গেল জল না পেয়ে, আগাছা ঘিরলে বাগানখানা।।
কেমন তোর হিসেব পাকা-
যত বারই দিলি রে টাকা,
তত বারই ফিরে পেলি, মন, ষোল আনা নয় পনের আনা।।
কত বারই মজুর ডেকে
খিড়কি পুকুর দুললি ছেঁকে,
তবু কেন বছর বছর রাশি রাশি ভেসে ওঠে রে পানা!
কবে হবে মায়ার ছেদন?
কারে বলবি প্রাণের বেদন?
ইহ-পরকালের গতি, সে দয়াল হরির চরণে জানা।।
পূর্ববর্তী:
« দীনের নবী হযরত মোহাম্মদ
« দীনের নবী হযরত মোহাম্মদ
Leave a Reply