আর কি ভরসা আছে তোমারি চরণ বিনে আর কোথা যাব, তুমি না রাখিলে দীন হীনে? নিতান্ত কলুষিত ভ্রান্ত বিষয় মদে, কৃতান্ত ভয় ভীত শ্রান্ত জীবন পথে, ঘোর বিভীষিকা মাঝে তারিনী কি তারিবি নে? কি মোহ মদিরা পানে বৃথা এ জনম গোল, নয়ন মেলিয় দেখি শমন নিকটে এল, কোলে নে করূনাময়ি! অকিঞ্জন এ মলিনে?
পূর্ববর্তী:
« আর কি আমাকে দিতে পারে সে মনোবেদনা
« আর কি আমাকে দিতে পারে সে মনোবেদনা
পরবর্তী:
আর কি ভাবিস্ মাঝি বসে »
আর কি ভাবিস্ মাঝি বসে »
Leave a Reply