আমি চাহিনা ও রূপ মৃত্তিকার স্তুপ,
আমার মায়ের কভু ও মূরতি নয়;
কোন্ কুম্ভকারে গড়ে দিবে তারে?
ইঙ্গিতমাত্র যার সুষ্টি স্থিতি লয়।
কোটি কোটি নিঙ্কলঙ্ক শরবিন্দু,
যার মুখের লাবন্য পেয়েছে একবিন্দু
নয়ন কোণে যার কোটি সবিতার
পূর্ণ আবির্ভাব রিন-র রয়।
শ্রীপদনখরে-এক আকাশের নয়
সহস্র গগণের নক্ষত্র নিচয়;
প্রতি রোমকূপে কোটি জগৎ রূপে
মায়ের অসীম সৃষ্টি প্রতিভাত হয়।
নিখিল জগতের সমগ্র-চপলা,
স্নিগ্ধ সমুজ্জল-প্রশান্ত অচলা,
মোহধ্বান- নাশী মায়ের মধুর হাসি
অসীম স্নেহ দয়া ক্ষমামৃতময়।
সংক্যাতীত পদে ফেরেন দ্বারের দ্বার,
সংখ্যাতীত করে বিতরেন উদ্ধার,
জীবের দুঃখে কাঁদি যত্নে দেন মা বাঁধি
আশীর্বাদের রক্ষা-কবচ, বরাভয়।।
পূর্ববর্তী:
« আমি ইতিহাস লিখতে পারবো না
« আমি ইতিহাস লিখতে পারবো না
পরবর্তী:
আমি চিরতরে দূরে চলে যাব »
আমি চিরতরে দূরে চলে যাব »
Leave a Reply