আহা, কত অপরাধ করেছি আমি
তোমারি চরণে মাগো!
তবু কোল-ছাড়া মোরে করনি,
আমায় ফেলে চলে গেলে না গো!
আমি চলিয়া গিয়েছি আসি বলে,
তুমি বিদায় দিয়েছ আঁখি-জ্বলে,
কত আশীষ করেছ, বলেছ, বাছারে,
সাবধানে যেন থাকো;
আর পড়িলে বিপদে, যেন প্রাণ ভরে
মা, মা বলে ডাকো।
যবে, মলিন হৃদয় তপ্ত,
লয়ে, ফিরিয়াছি, অভিশপ্ত!
বলেছি, মা, আমি করিয়াছি পাপ,
ক্ষমা করে পায়ে রাখো,
তুমি মুছি, আঁখিজল, বলিয়াছ
বল্ আর ও পথে যাব নাকো।
আমি পড়িয়া পাতক-শয়নে
চাহি চারিদিকে দীন নয়নে,
প্রলাপের ঘোরে কত কটু বলি,
মা তবু নাহি রাগো;
আমি দেখি বা না দেখি বুঝি বা না বুঝি,
সতত শিয়রে জাগো!
পূর্ববর্তী:
« আসিবে হে প্রাণ কেমনে এখানে
« আসিবে হে প্রাণ কেমনে এখানে
পরবর্তী:
ইন্দি-বিন্দি-সিন্দি »
ইন্দি-বিন্দি-সিন্দি »
Leave a Reply