কুটিল কুপথ ধরিয়া দূরে সরিয়া আছি পড়িয়া হে;
তব শান্তি সৌধ মঙ্গল কেতু আর দেখিনে,
কিসে ফেলিল যেন গো আবরিয়া।
এই দীর্ঘ প্রবাসে যামিনী,
আমারে ডুবায়ে রাখিল তিমিরে;
আর প্রভাত হল না আঁধারে গেল না
আলোক ছিল না মিহিরে হে;
কবে আসিয়াছি, কেন আসিয়াছি,
কোথা আসিয়াছি, গেছি পাশরিয়া।
আমি তোমারি পতাকা করিয়া লক্ষ্য,
আসিয়াছি গৃহ ছাড়িয়া;
আমায় কন্টক বলে কে লইল টানি,
পাথেয় লইল কাড়িয়া হে;
যদি জাগিতেছে প্রভু, দেখিতেছ,
তবে লয়ে চল আলো বিতরিয়া।
পূর্ববর্তী:
« কিনে কষ্টিপাথর অষ্ট ধাতুর
« কিনে কষ্টিপাথর অষ্ট ধাতুর
পরবর্তী:
কুন্দ ফুলের মালা (হেতাল তোমায় ডাকে) »
কুন্দ ফুলের মালা (হেতাল তোমায় ডাকে) »
Leave a Reply