যদি পার হতে তোর মন থাকে পথিক,
যা রে, খেয়া ঘাটের পাটনি এসেছে।।
কারও কাছে নেয়না কড়ি, এমনি গুণের মাঝি,
কানা, খোঁড়া, অন্ধ, আতুর, সবার উপর রাজি। (গো)
খেয়া ঘাটের পাটনি এসেছে।।
নাম শুনেছি দয়াল মাঝি কেউ জানে না বাড়ি,
ঝড় বাতাসে ডর করে না, জমায় সোজা পাড়ি।
খেয়া ঘাটের পাটনি এসেছে।।
সার কাঠের সেই অক্ষয়-বজরা চলে আপন বলে,
যে দিক থেকে বাতাস উঠুক, সোজা যাবে চলে। (গো)
খেয়া ঘাটের পাটনি এসছে।।
যদি বেলাবেলি ঘাটে যাবি, হালকা হয়ে চলবি;
খুলে ফেল্ তোর পায়ের বেড়ি, ফেলে দে তোর তলপি। (গো)
খেয়া ঘাটের পাটনি এসেছে।
পূর্ববর্তী:
« যদি কখনো রোদ হাসে তোমার আকাশে (স্বপ্নকথা)
« যদি কখনো রোদ হাসে তোমার আকাশে (স্বপ্নকথা)
পরবর্তী:
যদি প্রলোভন মাঝে ফেলে রাখ »
যদি প্রলোভন মাঝে ফেলে রাখ »
Leave a Reply