এত আলো বিশ্ব মাঝে মুক্ত করে দিলে ঢালি;
তবে কোন্ অপরাধে হরি, ঘোচেনা মনের কালি?
হেথা চির আনন্দ জলধি উথলিছে, নিরবধি,
তবে আমি কেন তীরে রহি, বহি নিরানন্দ ডালি?
বিমল-বিবেক ভরা-জ্ঞানময়ী তব ধরা;
তবে আমি কেন মোহ-গর্তে নিপতিত চিরকালই;
হেথা প্রেম পিপাসুর তরে চির প্রেম উৎস ঝরে;
তবে প্রেম চাহি, পাই কেন বিদ্রুপের করতালি?
হেথা করুণা প্রবাহ ছুটে, সুখ আসে, দুখ টুটে;
তবে কেন পাই শুধু স্বর্থ, নির্মম, নিষ্ঠুর গালি!
কান- বলে, কর্ম ফলে সুধা ডোবে হলাহলে;
তাই, প্রমোদ উদ্যান, মন, সকন্টক তপ্তবালি।
পূর্ববর্তী:
« একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে
« একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে
পরবর্তী:
এল বনান্তে পাগল বসন্ত »
এল বনান্তে পাগল বসন্ত »
Leave a Reply