মুক্ত প্রাণের দীপ্ত-বাসনা
তৃপ্ত করিবে কে?
বদ্ধ বিহগে মুক্ত করিয়া
ঊর্ধ্বে ধরিবে কে।।
রক্ত বহিবে মর্ম ফাটিয়া,
তীক্ষ্ণ অসিতে বিঘ্ন কাটিয়া,
ধর্ম-পক্ষে শর্ম-লক্ষ্যে
মৃত্যু বরিবে কে?
অক্ষয় নব কীর্ত্তি কিরীট
মাথায় পরিবে কে।।
পূর্ববর্তী:
« মায়ের দেওয়া মোটা কাপড়
« মায়ের দেওয়া মোটা কাপড়
পরবর্তী:
মেঘ-বিহীন খর বৈশাখে »
মেঘ-বিহীন খর বৈশাখে »
Leave a Reply