তারে যে প্রভু বলিস, দাস হ’লি তুই কবে?
তুই মেটে গর্বে ফেটে মরিস, তোর বিভবের গৌরবে।
কোন মুখে তায় বলিস, ‘রাজা’?
তুই যে তার বিদ্রোহী প্রজা (মনরে);
তুই পাঁচ ভূতে দিস্ মাল খাজনা,
সে কি বেশি দিন তাসবে।।
কোন্ প্রাণে তায় বলিস্ বধু
তারে কবে দিলি প্রেম-মধু
এই যে ফাঁকা বুজরুগি তোর
আর কতদিন রবে?
এই পাপের পাঠশালাতে পড়ে
তারে গুরু বলিস্ কেমন করে (মন রে)?
কান- কয় শুধু মুখের ডাকে
তোর কোন কালে কি হবে।।
পূর্ববর্তী:
« তারে ধ’রবি কেমন ক’রে
« তারে ধ’রবি কেমন ক’রে
পরবর্তী:
তিমির নাশিনী মা আমার »
তিমির নাশিনী মা আমার »
Leave a Reply