আর,
কতদুরে আছ, প্রভু, প্রেম-পারাবার?
শুনিতে কি পাবে মৃদু বিলাপ আমার?
তোমারি চরণ আশে, ধীরে ধীরে নেমে আসে,
ভকতি-প্রবাহ, দীন ক্ষীণ জলধার।
কঠিন বন্ধুর পথ, পলে পলে বাধা শত;
অচল হইয়া , প্রভু, পড়ে বার বার।
নীরস নিঠুর ধরা, শুয়ে লয় বারি-ধারা,
কেমনে দুস্তর মরু হয়ে যাবে পার ?
বড় আশা ছিল প্রাণে, ছুটিয়া তোমারি পাণে,
এক বিন্দু বারি দিবে চরণে তোমার।
পরিশ্রান্ত পথহারা, নিরাশ, দুর্বল ধারা,
করুণা-কল্লোলে, তারে, ডাকো একবার।
পূর্ববর্তী:
« আর কি ভাবিস্ মাঝি বসে
« আর কি ভাবিস্ মাঝি বসে
পরবর্তী:
আর, কাহারো কাছে, যাব না আমি »
আর, কাহারো কাছে, যাব না আমি »
Leave a Reply