(প্রেমে) জল হয়ে যাও গ’লে ;
(কঠিন ) মেশে না সে,
মেশে যে সে তরল হ’লে।
অবিরাম হয়ে নত,
চলে যাও নদীর মত,
কল কলে অবিরত “জয় জগদীশ” বলে।
বিশ্বাসের তরঙ্গ তুলে,
মোহ পাড়ি ভাঙ্গ সমুলে ;
চেওনা কোন কুলে,
(শুধু) নেচে গেয়ে যাওরে চ’লে।
সে জলে নাইবে যা’রা,
থাকবে না মৃত্যু জরা
পানে পিপাসা যাবে,
ময়লা যাবে ধুলে!
(যা’রা) সাঁতার ভুলে নামতে পারে
(তা’দের) টেনে নে’ যাও একেবারে
ভেসে যাও, ভাসিয়ে নে’যাও।
সেই পরিণাম-সিন্ধু-জলে।
পূর্ববর্তী:
« প্রাণের পথ বেয়ে গিয়েছে সে গো
« প্রাণের পথ বেয়ে গিয়েছে সে গো
পরবর্তী:
ফুটিতে পারিত গো ফুটিল না সে »
ফুটিতে পারিত গো ফুটিল না সে »
Leave a Reply