আজকে তোদের আশার গাছে
ফল ধ’রেছে ভাই।
ভেবেছিলি এক মুঠির জন্যে
কার বা দ্বারে যাই।
আর কি তোদের দুঃখ আছে?
ফ’ল্ল সোনা তুঁতের গাছে।
কোমর বেঁধে উঠে প’ড়ে
লাগ দেখি সবাই।
পুঁথি নে কেউ পড় না ক’সে
তাঁত নিয়ে কেউ যা না ব’সে
সোনার সুত্র ওই উঠেছে
ভাবনা কিছুই নাই।
অন্নপুর্ণা এলেন ঘরে
সোনার মালা হাতে ক’রে
হাসি মুখে জয় মালিকা
আয় গলে দোলাই।
পূর্ববর্তী:
« আজ এই মেঘে ঢাকা রাত
« আজ এই মেঘে ঢাকা রাত
পরবর্তী:
আজব দেশের ধন্য রাজা »
আজব দেশের ধন্য রাজা »
Leave a Reply