জাগাও পথিকে, ও যে ঘুমে অচেতন।
বেলা যায়, বহু দুরে পান\’নিকেতন।
থাকিতে দিনের আলো
মিলে সে বসতি ভালো
নতুবা করিবে কোথা যামিনী যাপন।
কঠিন বন্ধুর পথ
বিভীষিকা শত শত
তবু দিবাভাগে নিদ্রাগত
একি আচরণ।
পূর্ববর্তী:
« জন্মিলে মরিতে হবে রে জানে তো সবাই
« জন্মিলে মরিতে হবে রে জানে তো সবাই
পরবর্তী:
জাগো জাগো ঘুমায়ো না আর »
জাগো জাগো ঘুমায়ো না আর »
Leave a Reply