কে রে হৃদয়ে জাগে শান- শীতল রাগে,
মোহ তিমির নাশে প্রেম মলয়া বয়;
ললিত মধুর আঁখি করুনা অমিয় মাখি,
আদরে মোরে ডাকি হেসে হেসে কথা কয়।।
কহিতে নাহিক ভাষা, কত সুখ কত আশা,
কত স্নেহ ভালবাসা, সে নয়ন কোণে রয়!
সে মাধুরী অনুপম, কানি- মধুর কম,
মুগ্ধ মানসে মম নাশে পাপ-তাপ ভয়।।
বিষয় বাসনা যত পূর্ণভজন ব্রত
পুলকে হইয়া নত আদরে বরিয়া লয়,
চরণ পরশ ফলে পতিত চরণ তলে
স্তম্ভিত রিপুদলে বলে হোক তব জয়।।
পূর্ববর্তী:
« কে দেখবি ছুটে আয়
« কে দেখবি ছুটে আয়
পরবর্তী:
কেউ নয়ন মুদে দেখে আলো »
কেউ নয়ন মুদে দেখে আলো »
Leave a Reply