তুমি যে ক্ষতি করলা আমার
তুমি যে ক্ষতি করলা আমার
আল্লায় করবে তোমার বিচার।
তুমি অনেক দিন কাঁন্দাইলারে বন্ধু
কাঁন্দাই ওনা বেশী আর
আল্লায় করবে তোমার বিচার।
আমি হইলাম তোমার রে বন্ধু
তুমি হইলা কার
তোমার জন্য এত করলাম
কি দাম দিলা তুমি তার।
আমার আল্লায় করবে তোমার বিচার।
পূর্ববর্তী:
« তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে
« তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে
Saif Uddin Ahmed (সাইফ উদ্দিন আহমেদ)
গত পহেলা বৈশাখে বেড়াতে গিয়েছিলাম পার্শবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ওখানকার একটি কনসার্টে গানটি সর্বপ্রথম শুনতে পাই। খোঁজ করে জানলাম গানটি ‘উড়োজাঁহাজ’ নাটকের। গানটা শুনেই যেন গানটার সাথে আমি মিশে গেলাম এবং গানটির আবেগ আমার মগজে আটকা পড়ে গেল। বিশেষ করে “তুমি অনেকদিন কান্দাইলা রে বন্ধু, কান্দাইওনা বেশি আর” এবং “আমি হইলাম তোমার রে বন্ধু, তুমি হইলা কার” – এই কথাগুলো আমাকে আক্রান্ত করেছিল। তাই নিজ ক্যাম্পাসে ফিরেই নাটকটি খোঁজাখুঁজি শুরু করি এবং সৌভাগ্যক্রমে আমার এক বন্ধুর আর্কাইভে পাই নাটকটি। মনে হল যেন সেদিনকার ঘোরাফেরার ফলাফল আমার দিকেই…..
সাইফ, যন্ত্রকৌশল বিভাগ, রুয়েট।
rezowan
vai, keo ki gaaner link ta dite parben?
সাইফ উদ্দিন আহমেদ
ভাই, আমি ওরিজিনাল গানটার লিংক সন্ধান করতেছি। কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে http://www.esnips.com এ ‘উড়োজাঁহাজ’ নাটকে গাওয়া এই গানটা পেয়েছি। একটা একাউন্ট খুলে গানটা ডাউনলোড করে নিতে পারেন।