গানগুলি মোর আহত পাখির সম
লুটাইয়া পড়ে তব পায় প্রিয়তম।।
বাণ বেধা মোর গানের পাখিরে
তু’লে নিও প্রিয় তব বুকে ধীরে,
লভিবে মরণ চরণে তোমার
সুন্দর অনুপম।।
তারা সুখের পাখায় উড়িতেছিল গো নভে,
তব নয়ন শায়কে বিঁধিলে তাহাদের কবে।
মৃত্যু আহত কন্ঠে তাহার
একি এ গানের জাগিল জোয়ান,
মরণ বিষাদে অমৃতের স্বাদ
আনিলে বিষাদ মম।।
পূর্ববর্তী:
« গা তোল, গা তোল, গিরিরাণী
« গা তোল, গা তোল, গিরিরাণী
পরবর্তী:
ঘুম পাড়ানী ঘুমের পরী »
ঘুম পাড়ানী ঘুমের পরী »
Sam RC
This is one of lovely songs that I used to listen in my mother’s voice during my childhood. My mother died 13 years back, and I keep dragging such lovely songs from my memory.
I’m grateful that this site has posted the lyrics. I was badly looking for it. 🙂