কাগজের এই নৌকো আমার,
যদি ময়ুর পঙ্ক্ষী হয়ে যেতো।
যল্পনা কল্পনা গল্প না হয়ে,
সত্যি কথা যদি হয়ে যেতো।
আমি যদি তোমাকে সঙ্গে পেতাম
দুঃখ সুখের দোলায় দুলে
সাত সমুদ্রে হারিয়ে যেতাম।।
সেই সে প্রথম ভালবাসা যদি
আয়না হয়ে যেত।
মনের ইচ্ছেগুলো তোমার মুখের
ছলছবি হয়ে যেত।
আমি যদি তোমাকে সামনে পেতাম,
সুর্যমুখীর সোনার রঙ্গে রঙ্গে
কোন মালন্ঞে হারিয়ে যেতাম।।
চোখের দৃষ্টিটা যাদু মন্ত্রে যদি
আকাশ হয়ে যেতো।
আমার রাত্রীদিন দিগন্ত হয়ে
হংস মিথুন হয়ে যেত।
আমি যদি তোমায় স্বপনে পেতাম,
নিরুদ্দেশের নাম না জানা পথে
নীল অরন্যে হারিয়ে যেতাম।।
সুযমুখির সোনার রঙ্গে রঙ্গে
কোন মালন্ঞে হারিয়ে যেতাম।
দুঃখ সুখের দোলায় দুলে ,
সাত সমুদ্রে হারিয়ে যেতাম।।
Tithi Mondal
কাগজের এই নৌকো আমার,
যদি ময়ুর পঙ্ক্ষী হয়ে যেতো
গানটির গীতিকার ও সুরকার কে? নাম জানতে চাই। এবং গানটি কি তালে?
Tithi Mondal
কাগজের এই নৌকো আমার,
যদি ময়ুর পঙ্ক্ষী হয়ে যেতো।
গানটির গীতিকার ও সুরকার কে? নাম জানতে চাই। এবং গানটি কি তালে?