দুনিয়া বড় এলোমেলো
লম্বা-বেটে সাদা-কালো সবাই বলে ‘আমি ভালো’
তুমি ভালো আমি ভালো মন্দ তবে কাকে বলো
আসল কথা হলো, দিনের বেলায় অনেক আলো
রাত্রি হলে সবই কালো
তাই বলি তাই বলি
সবকিছু ভাই ভুলে গিয়ে একটু হাসো ॥
দুনিয়ার এ এক আজব রীতি
নানান দেশে নানান নীতি, সবাই গাহে প্রণয়গীতি
আজকে যারে ভালোবাসো, কাল কেন তার সর্বনাশো
আসল কথা হলো, নতুন নতুন সবই ভালো
পুরোনো হলে দেখতে কালো
তাই বলি তাই বলি
সবকিছু ভাই ভুলে গিয়ে একটু হাসো।
দুনিয়া ঘোরে টাকার চাকায়
সাহেব যারা গাড়ি হাঁকায়, সবাই তাদের সালাম জানায়
টাকাই যদি সবার বড়, ধর্মকর্ম কেন করো
আসল কথা হলো, কাজের বেলা তুমি ভালো
কাজ ফুরোলে তুমি কালো
তাই বলি তাই বলি
সবকিছু ভাই ভুলে গিয়ে একটু হাসো ॥
কথা-সুর-কণ্ঠ : খান আতাউর রহমান, অভিনয় : খান আতাউর রহমান,
চিত্রপরিচালক : জহির রায়হান
মুভি : কখনো আসেনি (২৪ নভেম্বর ১৯৬১)।
Leave a Reply