ঝরা বকুলের সাথি, আমি সাথিহারা
আমার আকাশে আজ নিভে গেছে তারা ॥
আমার মনের বীণ, এই মালাগাথা দিন
গোপনে বসিয়া কাঁদে, ঝরে আঁখিধারা ॥
এই মনে মনে যার ছিল কামনা
সে কেন রাখিয়া গেল এই বেদনা।
ফুলের মনের কথা, ফাগুনের এ বারতা
আমার ভুবনে আর তুলিবে না সাড়া ॥
কথা : আবু হেনা মোস্তফা কামাল, সুর : কাদের জামেরী, কণ্ঠ : ফেরদৌসী রহমান,
অভিনয় : চিত্রা সিনহা, চিত্রপরিচালক : মহীউদ্দিন
মুভি : তোমার আমার (১০ নভেম্বর ১৯৬১)
Leave a Reply