মনে হলো যেন এই নিশি লগনে
চাঁদ হয়ে এলে তুমি মোর গগনে ॥
তাই বুঝি দখিনায় সুর বাঁশিতে
মোর মনের সাগর জাগে তারই হাসিতে (গো)
এল যেন ফাল্গুন ফুলের বনে ॥
চাঁদ তুমি ভীরু চাঁদ কত জাদু জানো যে
আমি বুঝি না আমি বুঝি না
তবু কেন বাজে মোর গানের বীণা।
মনে যত আমি যত গান গেয়েছি
ওগো যত বার ধরা দিতে আমি চেয়েছি
কাছে এসে সরে গেছ তুমি গোপনে ॥
কথা : আবু হেনা মোস্তফা কামাল, সুর : কাদের জামেরী, কণ্ঠ : ফেরদৌসী রহমান,
অভিনয় : চিত্রা সিনহা, চিত্রপরিচালক : মহীউদ্দিন
মুভি : তোমার আমার (১০ নভেম্বর ১৯৬১)
Leave a Reply