সোনা ঝরায় আকাশ সোনা ফলায় মাটি
আহা আমার সোনার দেশ ॥
এই মাঠের মানুষ মাঠে
আর সোনার ফসল কাটে
ধনধান্যে যায় ছড়িয়ে জীবনের আবেশ ॥
রুপালি রং নদীর জোয়ার প্রাণের সাড়া আনে
তার ঢেউয়ের তালে তালে জীবন জাগে গানে গানে ॥
এই ভালোবাসার আলো
সারা দেশেতে ছড়াল
মাটি-মানুষ ফুলে-ফলে মন ভোলাল বেশ ॥
কথা : আহসান হাবীব, সুর : কাদের জামেরী, কণ্ঠ : আসাফউদদৌলা,
অভিনয় : আমিনুল হক, চিত্রপরিচালক : মহীউদ্দিন
মুভি : তোমার আমার (১০ নভেম্বর ১৯৬১)
Leave a Reply