মুখের হাসি নয় গো শুধু মনের দিশা মেলে
আয়না আমার পেলে
আয়না আছে, এই আয়না আছে ॥
চোখে যখন কাজল পরো মুখে ছড়াও হাসির ঢেউ
ভাবো বুঝি মনের কথা জানবে না জানবে না কেউ;
সকল ফাঁকি পড়বে ধরা আয়না পেলে কাছে ॥
হরেক রকম নয়া কাঁচের কী মজাদার আয়না
যে নিবি সে আমার কাছে আয় না ছুটে আয় না।
আয়না আমার পায় না যেজন বুক ভরে তার দরদে
কেউ বা দুখে ঘরছাড়া হয় চোখ মোছে কেউ গরদে
আয়না নিয়ে কারও আবার খুশিতে মন নাচে ॥
কথা : আবু হেনা মোস্তফা কামাল, সুর : কাদের জামেরী, কণ্ঠ : আসাফউদদৌলা,
অভিনয় : আমিনুল হক, চিত্রপরিচালক : মহীউদ্দিন
মুভি : তোমার আমার (১০ নভেম্বর ১৯৬১)
Leave a Reply