প্রজাপতি ওড়না ছড়িয়ে
ফুলের ঐ কানে কানে ভ্রমর এসে গুনগুনিয়ে
ফাগুনের আবির ছড়াল (কেন) ॥
নদী ঐ সাগরপানে যায়
রাত ঐ আলোর দিকে চায়
পাখিরা বনে ঐ আপনমনে গায় (কেন) ॥
কলি বলে, কুসুম হয়ে ফুটব
অলি বলে, আমিও এসে জুটব।
গানে গানে মন ছড়িয়ে দেই
আমি আজ আমাতে আর নেই
মন যে উতলা বারণ মানে না (কেন) ॥
কথা : আজিজুর রহমান, সুর : রবীন ঘোষ, কণ্ঠ: ফেরদৌসী রহমান,
অভিনয় : শবনম, চিত্রপরিচালক : মুস্তাফিজ
মুভি : হারানো দিন (৪ আগস্ট ১৯৬১)
Leave a Reply